Dunki: শাহরুখের ‘ডানকি’ দেখে মুগ্ধ ‘কড়া-সংস্কারি’ সেন্সর বোর্ড! কত ঘণ্টার ছবি জানেন?
আগামী ২১ ডিসেম্বর, বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে শাহরুখ খানের নতুন ছবি ‘ডানকি’। তার আগে শনিবার ছবিটিকে ছাড়পত্র দিয়ে দিল সেন্সর বোর্ড। এবং আশ্চর্যজনকভাবে কোনওরকম দৃশ্যে কাঁচিও চালানো হয়নি। এর আগে চলতি বছরেই মুক্তি পাওয়া শাহরুখের দু’টি ছবি ‘পাঠান’ এবং ‘জওয়ান’ থেকে বেশ কিছু দৃশ্য বাদ দেওয়ার নির্দেশ দিয়েছিল সেন্সর বোর্ড। তবে ‘ডানকি’র ক্ষেত্রে তেমনটা তো হয়নি, […]