Rampurhat Massacre: সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের, বগটুই পৌঁছল কেন্দ্রীয় ফরেন্সিক দল
বগটুই কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের (CBI In Rampurhat Massacre)। রামপুরহাটের ঘটনায় দায়ের হওয়া স্বতঃপ্রণোদিত মামলায় রায় ঘোষণা করে জানাল আদালত (Kolkata High Court)। রায় ঘোষণা করে কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানায়, “ঘটনার সবটা শুনেছি। ‘শকিং’ এই ঘটনার বিচারের জন্য এবং সত্য উদঘটনের জন্য CBI তদন্ত করবে। সত্য উদ্ঘাটনের প্রয়োজন আছে। ন্যায়বিচারের স্বার্থেই তদন্তভার সিবিআই হাতে […]