Cezanne Khan: এবার সেহেরা বাঁধবেন ‘কসৌটি জিন্দেগি কি’-র অনুরাগ, পাত্রী কে?
পরদায় বিয়ে করেছেন বহুবার। এবার বাস্তবে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ‘কসৌটি জিন্দেগি কি’ ধারাবাহিকের অনুরাগ বসু তথা সিজান খান। একসময় হার্ট থ্রব ছিলেন সিজান। তাঁর আর প্রেরণার প্রেম দেখে পাগল হত দর্শক। খুব শীঘ্রই প্রেমিকা আফসিনকে বিয়ে করতে চলেছেন তিনি। ২০২০ সালে আফসিনকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সিজান। প্রেমিককে বিরিয়ানি রেঁধে খাইয়েছিলেন আফসিন। মুখে কোনও কথা […]