Chandrayaan 3 Update: দক্ষিণ মেরুর মাটির উষ্ণতা পরীক্ষা, চাঁদে চাররাত কাটিয়ে কেমন আছে প্রজ্ঞান?

moon 2

চাঁদে চাররাত কাটিয়ে ফেলল চন্দ্রযান-৩। পৃথিবীর সময় অনুযায়ী তা চারটি রাতের সমান হলেও চাঁদে অবশ্য একবেলাও কাটেনি চন্দ্রযান ৩-এর। আর এই সময়ের মধ্যে ঠিক কী কী করল রোভার প্রজ্ঞান? কতদূর পথ হাঁটল? কতটা মুনওয়াক হল তার? এই সমস্ত কিছু জানতেই মুখিয়ে রয়েছে ভারতবাসী। ভারতের চন্দ্রযানের অংশ রোভার প্রজ্ঞান (Rover Pragyan) ইতিমধ্যেই চাঁদের মাটিতে কাজ করতে […]