Chardham Yatra 2022: শুরু চারধাম যাত্রা, জানুন কবে খুলছে কেদারনাথ মন্দিরের দরজা?
Chardham Yatra 2022 শুরু হয়ে গেল অক্ষয় তৃতীয়ার পূণ্যলগ্ন থেকেই। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তরাখণ্ডের এই তীর্থযাত্রা। ৩ মে ২০২২ মঙ্গলবার দেশজুড়ে পালিত হয়েছে অক্ষয় তৃতীয়া। সেদিন থেকেই পূণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে উত্তরাখণ্ডের গঙ্গোত্রী ধাম (Gangotri Dham) ও যমুনোত্রী ধামের (Yamunotri Dham) দরজা। সকাল ১১টা ১৫ মিনিটে গঙ্গোত্রী ধামের দরজা খোলার অনুষ্ঠানে উপস্থিত […]