Chine Badam: মুক্তির পাঁচদিন আগে ‘চিনে বাদাম’ থেকে সরে দাঁড়ালেন যশ দাশগুপ্ত
শনিবার পর্যন্ত নিজের নতুন ছবি ‘চিনেবাদাম’-এর প্রচার করেছেন যশ দাশগুপ্ত। রবিবার সেই ছবি থেকেই সরে দাঁড়ানোর কথা জানিয়ে দিলেন তিনি। টুইট করে নায়ক জানিয়েছেন ‘জারেক এন্টারটেনমেন্টের সঙ্গে কিছু ক্রিয়েটিভ মতবিরোধের কারণে আমি আর এই ছবির সঙ্গে যুক্ত থাকতে চাই না। কিন্তু এই ছবিতে আমি আমার ১০০ শতাংশ দিয়েছি। তাই কোনও ভাবেই চাই না ছবির কোনও […]