Ganga Vilas Cruise: যাত্রা শুরুর তৃতীয় দিনেই বিভ্রাট, মাঝগঙ্গায় আটকে প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রমোদতরী
যাত্রা শুরুর তৃতীয় দিনেই বিভ্রাট। মাঝগঙ্গায় আটকে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রমোদতরী গঙ্গাবিলাস (Ganga Vilas Cruise)। যার জেরে ক্রুজ থেকে বেশ খানিকটা পথ নৌকায় যেতে হয় যাত্রীদের। গত ১৩ জানুয়ারি বিলাসবহুল গঙ্গাবিলাসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী (PM Modi)। বারাণসী থেকে ৫১ দিনের যাত্রা শুরু করে ক্রুজটি। ২৭টি নদী পেরিয়ে যার গন্তব্য ডিব্রুগড়। পথে যাত্রীরা দেখে […]