chicken biriyani রামের ছবি দেওয়া প্লেটে বিকোচ্ছে চিকেন বিরিয়ানি! ময়দানে বজরং, তপ্ত দিল্লি

BIRIYANI 2 1

ভগবান রামের (Lord Ram) ছবি দেওয়া প্লেটে দেদার বিকোচ্ছে চিকেন বিরিয়ানি! এই কাণ্ড ঘিরে উত্তপ্ত হয়ে উঠল দিল্লি। বিরিয়ানি বিক্রেতার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বজরং দলের স্থানীয় সদস্যরা।পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বিরিয়ানি বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলেই খবর।ঘটনার সূত্রপাত দিল্লির (Delhi) জাহাঙ্গিরপুরী এলাকায়। বেশ কয়েকটি বিরিয়ানির দোকান রয়েছে। সেখানকারই একটি […]