Easy Chicken Recipes: হঠাৎ বাড়িতে অতিথি? ‘সুপ্রিয়া চিকেন’ বানিয়ে তাক লাগিয়ে দিন নিন
বহু বাড়িতেই সপ্তাহে দুই থেকে তিন দিন মুরগির মাংস খাওয়ার চল আছে। কিন্তু রাঁধবেন কোন পদ। কষা মাংস, কাঁচা লঙ্কা মুরগি, মুরগির ঝোল, চিলি চিকেন, সবই যদি একঘেয়ে হয়ে যায়, তা হলে বরং স্বাদ বদলে বানিয়ে নিতে পারেন সুপ্রিয়া দেবীর রেসিপি ফলো করে দই মুরগি। অনেক সময় বাড়িতে হঠাৎ অতিথি চলে এলেও মুশকিলে পড়তে হয়। […]