Bhatpara: ভাটপাড়ায় বোমা ফেটে মৃত্যু কিশোরের, বল ভেবে খেলতে গিয়েই বিপত্তি

bhatpara

কালীপুজোর পরদিনই মর্মান্তিক ঘটনা উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় (Bhatpara)। রেললাইনের ধারে বোমা বিস্ফোরণে প্রাণ গেল সাত বছরের এক শিশুর। জখম এগারো বছরের আরেকজন। বিস্ফোরণে (Blast) তার হাত উড়েছে বলে খবর। জখম বালককে ভরতি করা হয়েছে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। এই দুর্ঘটনার পর এলাকাবাসীর মধ্যে ব্যাপক বিক্ষোভ। কালীপুজোকে (Kali Puja) সামনে রেখে এলাকায় সন্ত্রাস তৈরির জন্য […]