Tripura: শিশুপুত্রকে খুন করে মাটিতে পুঁতল বাবা! ঠেকাতে গিয়ে মার খেলেন মাও
নিজের বাচ্চাকে খুন (murder) করে মাটিতে পুঁতে (buries) দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে নিজের সন্তানকে বাঁচাতে গিয়ে স্বামীর হাতে মার খান স্ত্রীও। ঘটনাটি ঘটেছে ত্রিপুরা (Tripura) আগরতলার বলদাখাল এলাকায়। অভিযুক্ত ব্যক্তির নাম শ্যামল দাস। অভিযুক্তের বাবা পুলিশকে জানায়, “আমার ছেলে ভীষণই রগচটা স্বভাবের। পরিবারের সকলের সঙ্গে বিশ্রী ব্যবহার করত। শুধু পরিবার না, আত্মীয়স্বজন-পাড়া প্রতিবেশী […]