Golden Chariot: অশনি-র দাপটে সমুদ্রতটে ভেসে এল রহস্যময় ‘ভিনদেশি’ সোনালি রথ! শ্রীকাকুলামের VIDEO VIRAL
সাইক্লোন অশনি-র আশঙ্কায় ত্রস্ত ওড়িশা ও অন্ধ্রের বিস্তীর্ণ উপকূলভাগ। তার মধ্যেই চাঞ্চল্য ছড়াল অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার সুন্নাপল্লী খাঁড়িতে। মঙ্গলবার সেখানকার মানুষ দেখলেন সমুদ্রের উত্তাল ঢেউয়ের সঙ্গে ওঠানামা করছে একটি সোনালি রথ। ক্রমশ তা এগিয়ে এল তীরের দিকে। তখনই তাকে টেনে তীরে আনলেন এলাকার মানুষজন। চাঞ্চল্য ছড়াল এলাকায়। স্থানীয় বাসিন্দাদের থেকে জানা গেছে, হঠাৎই শ্রীকাকুলাম সংলগ্ন […]