City Centre: আর পারছি না! স্ত্রীকে ফোন করার পরই সিটি সেন্টারের চার তলা থেকে ‘পড়ে’ রহস্যমৃত্যু
সিটি সেন্টার ওয়ানে এক যুবকের রহস্যমৃত্যু (Unnatural Death) । মৃতের নাম চন্দন মণ্ডল। তিনি হাওড়ার বাসিন্দা। একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে কর্মরত ছিলেন। সল্টলেকের সিটি সেন্টারের (City Center 1) চারতলা থেকে তিনি পড়ে যান। সেখানেই তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যু নিয়ে রহস্য ঘনিয়েছে। চন্দনের স্ত্রীর বক্তব্য, রবিবার সকালে তাঁকে একটি মেসেজ করে স্বামী লিখেছিলেন, “আর চাপ […]