Coal India 2022: দ্বাদশ উত্তীর্ণদের জন্য চাকরির বড় সুযোগ, মাসিক বেতন ৩১ হাজার

coal india scaled

কোল ইন্ডিয়া লিমিটেডের আওতাধীন ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড (Eastern Coalfield Limited) ইতিমধ্যেই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। পশ্চিমবঙ্গ (West Bengal) ও ঝাড়খণ্ডে (Jharkhand) সংস্থার বিভিন্ন খনিতে ৩১৩ জনকে নিয়োগ করবে কেন্দ্রীয় সংস্থা। যে সব চাকরিপ্রার্থীদের নির্দিষ্ট যোগ্যতা রয়েছে, তাঁরা সংস্থার ওয়েবসাইট easterncoal.gov.in-এ গিয়ে ১০ মার্চের মধ্যে আবেদন করতে পারেন। সবমিলিয়ে মোট ৩১৩ টি পদে নিয়োগ করা হবে। […]