LPG Gas Price Hike: মাস পড়তেই বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত?
একদিকে বেলাগাম মূল্যবৃদ্ধি নিত্যপ্রয়োজনীয় জিনিসের….. সাধরণ সংসারে যখন আলু-সেদ্ধভাতের নিশ্চয়তা হারাতে চলেছে…. ঠিক তখন ব্যবসায়ী মানুষের পকেটে ফের আগুন ধরাল বাণিজ্যিক গ্যাসের দাম। বাড়ল হোটেল, রেস্তোরাঁয় ব্যবহারের বাণিজ্যিক সিলিন্ডারের দাম। কলকাতায় ১৯ কেজি সিলিন্ডারের দাম ২০ টাকা বেড়ে হয়েছে ১ হাজার ৮৯৫ টাকা ৫০ পয়সা। গত মাসে ৮৫ টাকা কমেছিল বাণিজ্যিক গ্যাসের দাম। প্রচলিত নিয়ম […]