Private schools: ফি- এর সীমা বেঁধে দিতে পারে শিক্ষা কমিশন
রাজ্যে বেসরকারি স্কুলগুলির ফি ঊর্ধ্বসীমা লঙ্ঘন করছে কি না, তার উপরে নজর রাখবে প্রস্তাবিত শিক্ষা কমিশন। যদি কোনও বেসরকারি স্কুল এই ঊর্ধ্বসীমা লঙ্ঘন করে, তা হলে কমিশন হস্তক্ষেপ করবে। বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলিকে নিয়মে বাঁধতে রাজ্য সরকার কয়েক বছর আগে যে ভাবে ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন (স্বাস্থ্য কমিশন) গড়েছিল, এই নয়া শিক্ষা কমিশন সেই মডেলেই […]