Rahul Gandhi: গায়ে লাল উর্দি- ব্যাজ নম্বর ৭৫৬! এ বার কুলি অবতারে রাহুল

rahul 1

বৃহস্পতিবার সকালে সকলকে চমকে দিয়ে দিল্লির আনন্দবিহার রেল স্টেশনে পৌঁছলেন কংগ্রেসের ওয়েনাদের সাংসদ রাহুল গান্ধী। তাঁর পরনে এদিন ছিল রেল স্টশনে কুলিদের মতো লাল রঙের ইউনিফর্ম। শুধু তাই নয়, হাতে ছিল ব্যাজও। রাহুল গান্ধী স্টেশনে কর্মরত পোর্টারদের মধ্যে বসে তাঁদের কাজের ধরন ও সমস্যা বোঝার চেষ্টা করেন। স্টেশন চত্বরে কুলিদের সুবিধা-অসুবিধা নিয়ে কথা বলেন রাহুল। […]