ফের খবরে কর্ডেলিয়া! আটকে মাঝসমুদ্রে ক্রুজ, বন্দি প্রায় ২ হাজার যাত্রী
করোনার গ্রাসে মুম্বই থেকে গোয়াগামী কর্ডেলিয়া ক্রুজ। রবিবার রাতে ওই প্রমোদতরীতে ৬৬ জনের দেহে মিলেছে করোনাভাইরাসের অস্তিত্ব। যার জেরে সমুদ্রবক্ষেই জাহাজটি আটকে দেওয়া হয়েছে। প্রশাসন ক্রুজ থেকে নামতে দেয়নি কোনও যাত্রীকেই। জানা গিয়েছে, মাঝ সমুদ্রে দাঁড়িয়ে থাকা ওই ক্রুজে রয়েছেন প্রায় দু’ হাজার যাত্রী। জাহাজটি মুম্বই থেকে এসেছিল এবং বর্তমানে মুরমুগাওঁ ক্রুজ টার্মিনালে দাঁড়িয়ে আছে। […]