Raghav Chadda: সংসদের ভিতরেই কাকের আক্রমণে নাস্তানাবুদ রাঘব চাড্ডা, কটাক্ষ BJP-র
সংসদে কাকের (Crow) হামলা! বিপত্তিতে আপ (AAP) নেতা রাঘব চাড্ডা (Raghav Chadha)। বুধবার সংসদ ভবনের বাইরে পা রাখতেই রাঘবের মাথায় ঠোক্কর মারে একটি কাক। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে সেই ছবি। এই সুযোগ হাতছাড়া করেনি প্রতিপক্ষ রাজনৈতিক শিবির। রাঘবকে কটাক্ষ করে বিজেপির (BJP টুইট, ‘ঝুট বলে কাউয়া কাটে’। আজ বুধবার, বর্ষা অধিবেশনে অংশ নিতে রাজ্যসভা পৌঁছন সাংসদ […]