DA Protest Rally: ১০০ দিনে DA আন্দোলন, আজ মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দিয়ে মহামিছিল
বকেয়া DA-র দাবিতে ৯৯ দিন ধরে চলছে রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীদের একাংশের আন্দোলন। ১০০-তম দিনে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এলাকা দিয়ে মিছিল করবেন আন্দোলনকারীরা। আদালতের থেকে অনুমতি নিয়ে আজ হাজরার দমকল কেন্দ্র থেকে শুরু করে হরিশ মুখার্জি রোড, ডি এন রোড, এস পি মুখার্জি রোড হয়ে জরা মোড় […]