Dadasaheb Phalke Award: আমি একটু লোভী! দাদাসাহেব পেয়েই মুখর শাহরুখ
অতিমারী উত্তর পর্বে ডুবন্ত বলিউডের রাশ একা হাতে টেনেছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। পঞ্চাশোর্ধ্ব অভিনেতার কেরামতি দেখে প্রাণে বল ফিরে পেয়েছিল বলিউডের নবীন প্রজন্মও। আর সেই বেতাজ বাদশাকেই কিনা চলতি বছরের ফিল্মফেয়ার পুরস্কারে ব্রাত্য থাকতে হয়েছে! অনুরাগীরাও আক্ষেপ করে প্রশ্ন তুলেছিলেন, ‘ফিল্মফেয়ার কি ভুলে গেল?’ কিন্তু চব্বিশের দাদাসাহেব ফালকে পুরস্কার (Dadasaheb Phalke Award) সেই […]