Karnataka: ১৬ দলিতকে তালাবন্দি, বিজেপি নেতার অত্যাচারে গর্ভপাত হল যুবতীর

dalit

কফি বাগানে ১৬ জন দলিতকে তালাবন্দি করে রাখা এবং তাঁদের মধ্যে এক অন্তঃসত্ত্বা মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল কর্নাটকের এক বিজেপি নেতার বিরুদ্ধে। ঘটনাটি কর্নাটকের চিকমাগালুরের। পুলিশ সূত্রে খবর, চিকমাগালুরের জেনিগাড্ডে গ্রামে কফি বাগানে দিনমজুরের কাজ করতেন ওই ১৬ জন দলিত। জগদীশের কাছ থেকে ৯ লক্ষ টাকা ধার করেছিলেন ওই মজুররা। সেই টাকা দিতে না […]