Darjeeling: আজ থেকে টয়ট্রেনে পাহাড় সফরে ভিস্টাডোম কোচ! উচ্ছ্বসিত পর্যটকরা
পুজোর মুখে ফের খুশির খবর দিল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (Darjeeling Himalayan railway)। কাঁচ দিয়ে ঘেরা ভিস্তাডোম কোচ (Vistadome rail coach) এবং রেস্তোরাঁ কোচে (Restaurant Coach) বসে এবার শিলিগুড়ি (Siliguri) থেকে দার্জিলিং (Darjeeling) যেতে পারবেন পর্যটকেরা। আজ থেকেই এসি, ভিস্টাডোম কোচ ও রেস্তোরাঁ কোচ নিয়ে কুয়াশা কেটে পাহাড়ি পথে ছুটবে টয় ট্রেন। আজ থেকে প্রতি সোম, […]