সৃজিতের পরিচালনায় ফিরছেন ফেলুদা, দার্জিলিং জমজমাটের শুটিং শুরু শহরে
মগজাস্ত্র আর কোল্ট .32 নিয়ে ফের একবার পর্দায় ফিরতে চলেছেন ফেলুদা (Feluda)। সৌজন্য পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। মঙ্গলবার থেকে দার্জিলিং জমজমাট (darjeeling jawmjawmaat) সিরিজের শুটিং শুরু হল। নিজেই সোশাল মিডিয়ায় ছবি শেয়ার করে খবর জানালেন সকলকে। ফেলুদার ভূমিকায় থাকছেন টোটা রায়চৌধুরী (Tota Roy Chowdhury)। লালমোহন বাবু এবং তোপসের ভূমিকায় যথাক্রমে হাজির অনির্বাণ চক্রবর্তী (Anirban […]