Dattapukur Blast: দত্তপুকুরে বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত ৭, প্রাণ গেল কারখানার মালিকের পুত্র- বাড়ির মালিকেরও

blast

এগরা, বজবজের পর এবার বিস্ফোরণে কেঁপে উঠল দত্তপুকুরের বেআইনি বাজি কারখানা (Duttapukur Blast)। রবিবার সকালের ওই ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনের মৃত্য়ুর আশঙ্কা করা হচ্ছে। যদিও স্থানীয়দের দাবি, নিহতের সংখ্যা ৮। হাসপাতালে ভর্তি ৩ শিশু-সহ ২ জন। এতটাই তীব্র ছিল বিস্ফোরণ যে তার অভিঘাতে একাধিক বাড়ি ভেঙে পড়ে। ঘটনাস্থলে একাধিক দেহ ছিন্নভিন্ন অবস্থায় পড়ে থাকতে […]