হৃদরোগে মাঠেই মৃত্যু তরুণ প্রতিভাবান ফুটবলার দেবজ্যোতির
কলকাতা লিগে রেলওয়ে এফসি-র হয়ে দারুণ খেলেছিলেন দেবজ্যোতি, পজিশন ছিল মিডফিল্ড। সবসময় চনমনে থাকতেন এই নবীন তারকা। শুধু তাই নয়, দারুণ টিমম্যান ছিলেন দেবজ্যোতি। ভাল খেলার কারণেই তিনি নজরে পড়ে যান ইস্টবেঙ্গল কর্তাদের। নিজের তো বটেই, পরিবারেরও স্বপ্ন ছিল, ইস্টবেঙ্গলের জার্সি (East Bengal) পরে মাঠে নামা। সেই স্বপ্ন পূরণ হল না দেবজ্যোতি ঘোষের (Debojyoti Ghosh)। […]