Oscars 2023: অস্কারের মঞ্চে দীপিকাকে দেখেই ভোলবদল কঙ্গনার, কী লিখলেন?
অস্কার ২০২৩-এ (Oscars 2023) এবার ভারতের জয়জয়কার। দুটি ভারতীয় ছবি জিতে নিয়েছে অ্যাওয়ার্ড। সেরা মৌলিক গানের জন্য পুরস্কার পেল এসএস রাজামৌলির আরআরআর সিনেমার গান ‘নাটু নাটু’ গানটি। ভারতীয় প্রযোজনায় প্রথম কোনও গান যা জিতল সেরা গানের সম্মান। অন্য দিকে, ‘বেস্ট ডকুমেন্টরি শর্টস’ বিভাগে জিতে নিয়েছে দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স। এই বিভাগেও আগে পুরস্কার আসেনি দেশে। চলতি […]