বিমানে যান্ত্রিক ত্রুটি, ১০০ যাত্রী নিয়ে পাকিস্তানে নামল দিল্লি-দোহা বিমান

qatar airways

যাওয়ার কথা ছিল দিল্লি থেকে দোহা। কিন্তু প্রায় ১০০ যাত্রীকে নিয়ে সেই বিমান চলে গেল পাকিস্তানের করাচি! কাতার এয়ারওয়েজের একটি উড়ানের এমন কাণ্ডে শোরগোল। যদিও বিমান সংস্থার সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানাচ্ছে, প্রযুক্তিগত সমস্যার কারণে এই পথবদল। জানা গিয়েছে, কিউআর ফাইভ সেভেন নাইন বিমানটি দিল্লি থেকে যাত্রা শুরু করে। বিমানে ছিলেন ১০০ জনের বেশি […]