Delhi : মাথা বের করেছিলেন, রেষারেষিতে ২ বাসের মাঝে যুবতীর ঘিলু
বমি করতে বাসের জানালা দিয়ে মুখ বের করেছিলেন বছর কুড়ির যুবতী। সেটাই কাল হল। দুই বাসের রেষারেষিতে মাঝে আটকে গেল যুবতীর মাথা। ধাক্কায় নিমেষের মধ্যে গুড়ো গুড়ো হয়ে গেল মাথার খুলি। বাসের ভিতরে, রাস্তায় ছিটকে পড়ল মাথার ঘিলু। বুধবার মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে দিল্লিতে। নিহত যুবতীর নাম বাবলি (২০)। উত্তর প্রদেশের প্রতাপগড়ে তাঁর বাড়ি। বুধবার দিল্লির […]