Manmohan Singh: কেন্দ্রের বিরোধিতায় হুইলচেয়ারে সংসদে মনমোহন, শ্রদ্ধায় নত নেটিজেনরা
দিল্লি সার্ভিসেস বিল ইতিমধ্যেই লোকসভায় পাশ হয়েছে। রাজ্যসভায় বিলটি পেশ হয়েছে এবং তা নিয়ে আলোচনা হয় গতকাল। এরপর তা নিয়ে হয় ভোটাভুটি। দিল্লির আমলাদের রাশ নিজেদের হাতে রাখতে মরিয়া কেন্দ্র এই বিলটিকে পাশ করাতে চাইছিল সংসদের উচ্চকক্ষে। বিজু জনতা দল, ওয়াইএসআরসিপি-র মতো এনডিএ-র বাইরের বেশ কিছু দলও এই বিলকে সমর্থন জানানোর বার্তা দিয়েছিল। এই আবহে […]