Delhi: বিছানায় প্রস্রাব পঙ্গু বাবার, রেগে গলা টিপে খুন করল ২০ বছরের ছেলে
বাবা পক্ষাঘাতে পঙ্গু, বিছানা ছেড়ে ওঠার ক্ষমতা হারিয়েছেন। বিছানাতেই মল-মুত্র সবই করেন। এই অবস্থায় বাবাকে শ্বাসরোধ করে খুন করল তাঁর একমাত্র ছেলেই (Son Killed his Father)! প্রথমে খুনের দায় পড়শির কাঁধেই চাপানোর চেষ্টা চালিয়েছিল ঘাতক। কিন্তু দুঁদে পুলিশ আধিকারিকদের জেরার মুখে শেষ পর্যন্ত নিজের অপকর্ম স্বীকার করে নিয়েছে গুণধর ছেলে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দিল্লির আনন্দ […]