Durand Cup 2022: আত্মঘাতী গোলে জিতল মোহনবাগান, টানা ছয় ডার্বি জয়
যুবভারতীতে রবিবার সন্ধেয় গ্যালারি উপচে পড়েছিল। তবে ডুরান্ড কাপের গ্রুপ লিগে দুই প্রধানের খেলা মন ভরাতে পারে না শুরুর দিকে। ধীরে ধীরে ম্যাচের ছবি বদলাতে শুরু করে। প্রথমার্ধে সুমিত পাসির আত্মঘাতী গোলে এগিয়ে ছিল মোহনবাগান। শেষ অবধি দুই দল আর কোনও গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে দলে একঝাঁক পরিবর্তন করেও লাভ হয়নি ইমামি ইস্টবেঙ্গলের। বরং গোলে […]