Maldives Row: মোদীকে অপমান! চাপের মুখে ৩ মন্ত্রীকে সাসপেন্ড মলদ্বীপ সরকারের
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অত্যন্ত কদর্যভাষায় সদ্য এক সোশ্যাল মিডিয়া পোস্টে কটাক্ষ করেছিলেন মালদ্বীপের প্রতিমন্ত্রী মারিয়াম শিউনা। এছাড়াও মালদ্বীপের আরও দুই প্রতিমন্ত্রীও মোদীর বিরুদ্ধে কদর্য ভাষা প্রয়োগ করেন। এরপরই ভারতের পুরনো জোটসঙ্গী মালদ্বীপ সরকার পদক্ষেপ করে। ওই তিন মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে সাসপেন্ড করেছে সেদেশের মহম্মদ মিইজুর সরকার। জানা গিয়েছে যাঁরা সাসপেন্ড হয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন […]