Dev Deepawali: ১০ হাজার প্রদীপ জ্বলবে গঙ্গার ঘাটে, মুখ্যমন্ত্রীর নির্দেশে উৎসবের সূচনা করবেন ফিরহাদ হাকিম

Dev Diwali scaled

বারাণসীর ধাঁচে ইতিমধ্যেই বাংলায় শুরু হয়েছে গঙ্গা আরতি। তা দেখতে দিব্যি মানুষ ভিড় করছেন গঙ্গার গাটে। এবার কলকাতায় কাশীর আদলেই আয়োজিত হতে চলেছে দেব দীপাবলি উৎসব। কলকাতা পুরসভার পক্ষ থেকে আগামী ২৬ এবং ২৭ নভেম্বর বাজে কদমতলা ঘাটে সরকারি উদ্যোগে পালিত হবে দেব দীপাবলি। এটা রাজ্যে প্রথম হতে চলেছে বলে খবর। কলকাতা পুরসভার তরফে এই […]