Uttar Pradesh: গোরক্ষপুর থেকে প্রার্থী যোগী, ঘর বাঁচাতে প্রথম তালিকায় ৬০ শতাংশ দলিত -ওবিসি
জল্পনা ছিল, প্রথম বিধানসভা ভোটের লড়াইয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অযোধ্যা থেকে লড়তে পারেন। কিন্তু সেই জল্পনায় জল পড়ল শনিবার। উত্তপ্রদেশ ভোটের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। তাতে যোগীকে দেওয়া হয়েছে গোরক্ষপুর শহর বিধানসভা আসন। এদিন ১০৭টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন বিজেপি নেতা ধর্মেন্দ্র প্রধান। তাতে দেখা গিয়েছে ৬৩ জন বিদায়ী […]