Sanjay Gadhvi: ৫৬-তেই থেমে গেল যাত্রা! প্রয়াত ‘ধুম’ খ্যাত পরিচালক সঞ্জয় গাধভী

Sanjay Gadhvi

ফের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বলিউডে! প্রয়াত হলেন ‘ধুম’ ছবির পরিচালক সঞ্জয় গাধভি। সূত্রের খবর, রোজের মতো রবিবারও মর্নিং ওয়াকে গিয়েছিলেন সঞ্জয়। সেখানেই বুকে ব্যথা অনুভব করেন। এরপর বাড়ি ফিরতেই ব্যথা বাড়তে থাকায় তড়িঘড়ি মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই পরিচালককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। সঞ্জয় ‘ধুম’ (Dhoom) এবং ‘ধুম ২’ (Dhoom 2) […]