Dhupguri: শিশুর মুখ খুবলে নিল পাগলা কুকুর! আতঙ্কে কাঁপছে ধূপগুড়ি
পাগলা কুকুরের আতঙ্কে কাঁপছে ধূপগুড়ি। ১২ জনকে কামড়ে ঘায়েল করেছে। আহতদের মধ্যে এক শিশুও রয়েছে। শিশুটির মুখের মাংস খুবলে নিয়েছে। আপাতত ওই শিশুকে জলপাইগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, গত দু’দিন থেকে একটি পাগলা কুকুর একাধিক মানুষকে কামড়েছে। তখনই বছর তিনের ইয়াসমিন পারভিনকে আক্রমণ করে সে। কার্যত শিশুর মুখ খুবলে নেয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় […]