Mamata attacks Modi: ‘উনি তো ঈশ্বরের দূত! ধ্যানের কী দরকার’? মোদীকে খোঁচা মমতার
লোকসভা নির্বাচনের প্রচারপর্ব শেষ হতেই ধ্যানমগ্ন হতে চলেছেন মোদী। ২০১৯ সালে কেদারনাথে গিয়েছিলেন এবং ২০১৪ সালে গিয়েছিলেন প্রতাপগড়ে। এবারও, লোকসভা নির্বাচনের প্রচারের পর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গন্তব্য কন্যাকুমারী। যেখানে তিনি ৩০ মে থেকে ১ জুন পর্যন্ত থাকবেন। সেখানেই বিবেকানন্দ রকে ধ্যানমগ্ন হবেন মোদী। ১ জুন বিকেল সাড়ে তিনটেয় কন্যাকুমারী থেকে ফিরবেন মোদী। এদিকে মোদীর এই […]