Sabyasachi Chowdhury: প্রাক বর্ষবরণ অনুষ্ঠানে হাসিমুখে সব্যসাচী, কোথায় দেখা মিলল ?
গোঁফ-দাড়ি পরিষ্কার করে কামানো। ছাই-কালো রঙের মিলিজুলিতে তৈরি পুরো হাতা টি-শার্ট আর জিনস। হাতে কফির কাপ। ৩১ ডিসেম্বর এভাবেই প্রকাশ্যে দেখা গেল সব্যসাচী চৌধুরীকে (Sabyasachi Chowdhury)। শুধু দেখা গেল নয়। কিছুক্ষণ সময় কাটিয়েও গেলেন তিনি। বন্ধু সৌরভ দাস এবং দিব্যপ্রকাশ রায়ের সঙ্গে। ক্যামেরাবন্দি হতেই নড়ে বসেছেন অভিনেতার অনুরাগীরা। ২০২২-এ যেন জীবনটা ১৮০ ডিগ্রি ঘুরে গিয়েছে […]