হার্ট অ্যাটাকে মৃত্যু প্রাক্তন পাক আম্পায়ার আসাদ রউফের, শেষদিকে বিক্রি করতেন জুতো
মাত্র ৬৬ বছর বয়সে হার্ট অ্যাটাকে প্রয়াত হয়েছেন জনপ্রিয় পাক আম্পায়ার আসাদ রউফ। জীবনের শেষদিকে সংসার চালাতে লাহোরের বাজারে বেচতেন জুতো। ৬৬ বছরের জীবনকালে অনেক চড়াই-উতরাই দেখেছেন। প্রাক্তন পাক আম্পায়ারের (Former Pakistan Umpire) আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব। ২০০০ সালে বিশ্বের শীর্ষ আম্পায়ারদের মধ্যে একজন হিসেবে গণ্য করা হত আসাদ রউফকে। কেরিয়ারে ৬৪টি টেস্ট, ১৩৯টি […]