দাদা ছিলেন সুভাষ চন্দ্র বসুর ঘনিষ্ট সহযোগী, আজিজা ইমাম রাজনীতি পেয়েছিলেন রক্তে
মেহেনাজ পারভিন বেগম আজিজা ফাতিমা ইমাম ১৯২৪ সালের ২০ ফেব্রুয়ারি পাটনায় জন্মগ্রহণ করেন। পরবর্তী কালে তিনি ‘আজিজা ইমাম’ নামে পরিচিতি লাভ করেন। তাঁর বাবার নাম ডঃ ওয়ালী আহমেদ, যিনি পাটনার প্রিন্স অফ ওয়েলস মেডিকেল কলেজে শিক্ষকতা করতেন। আর মায়ের নাম খাদিজা আহমেদ। ছোটবেলাতেই, আজিজা ইমামকে তাঁর মাসি আনিস ফাতিমা ইমাম দত্তক নিয়েছিলেন। আনিস ইমাম ১৯৩৭ […]