Divya Pahuja: খুনের ১১ দিন পর হরিয়ানার খাল থেকে উদ্ধার মডেল দিব্যার দেহ, কলকাতায় গ্রেফতার অভিযুক্ত
মৃত্যুর এক সপ্তাহ পর দেহ মিলল গুলিতে খুন হওয়া মডেল দিব্যা পাহুজার। গুরুগ্রামের একটি হোটেলে খুন করা হয়েছিল তাঁকে। সেকথা জানার পরেও তাঁর দেহ খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে হরিয়ানার একটি খাল থেকে উদ্ধার হয়েছে তরুণীর দেহ। পুলিশ জানিয়েছে, দেহটি পাঞ্জাবের ভাকরা খালে ফেলে দেওয়া হয়েছিল। সেখান থেকেই স্রোতে ভেসে সেটি হরিয়ানায় এসে পৌঁছেছে। গত […]