Doctor Bakshi Trailer : মেডিক্যাল দুর্নীতির জটে ফেঁসে শুভশ্রী-পরমব্রত-বনি, রহস্যে মোড়া ট্রেলারে চমক
‘প্রতিদ্বন্দ্বী’ ছবিতেই ‘ডক্টর বক্সী’র (Doctor Bakshi Trailer) সঙ্গে আলাপ করিয়েছিলেন পরিচালক সপ্তাশ্ব বসু। ‘প্রতিদ্বন্দ্বী’র স্পিন অফে আবারও হাজির ‘ডক্টর বক্সী’। তবে এবার আর শাশ্বত চট্টোপাধ্যায় নন, এই চরিত্রে অবতীর্ণ হচ্ছেন পরমব্রত চট্টোপাধ্যায়। ‘ডক্টর বক্সী’ ছবিতে তাঁর সঙ্গী শুভশ্রী গঙ্গোপাধ্যায়, রয়েছেন বনি সেনগুপ্ত। ট্রেলার দেখে যা আভাস পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী, মেডিক্যাল থ্রিলার হতে চলেছে পরমব্রত, […]