Malda: সহবাসে গর্ভবতী পরিচারিকা, বিয়ের চাপ দিতেই বেপাত্তা ৮০ বছরের বুড়ো !
স্বামী পরিযায়ী শ্রমিক। ভিনরাজ্যে কর্মরত। তিন সন্তানের অন্ন সংস্থান করতে ৮০ বছর বয়সী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর বাড়িতে পরিচারিকার কাজ করতেন যুবতী। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে একাধিকবার সহবাস করেন বৃদ্ধ। এর জেরে পরিচারিকা অন্তসত্ত্বা হয়ে পড়লে তাঁকে বিয়ে করতে অস্বীকার করেন তিনি।পুলিশে অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই বেপাত্তা ওই অবসরপ্রাপ্ত সরকারি কর্মী৷ঘটনাটি মালদার হরিশ্চন্দ্রপুর […]