North Bengal Ghost: অমাবস্যার রাতে ভূত ধরতে রেল লাইনে স্বয়ং পুলিশ! দেখা মিলল কি তেনার?
জলপাইগুড়ির ময়নাগুড়ির দোমোহনির কাছে লাইনচ্যুৎ হয় বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস (Bikaner-Guwahati Express Derailed)। মৃত্যু হয় বহু মানুষের। এলাকাবাসীর দাবি, এরপর থেকে ভূতের উপদ্রপে ঘুম উড়েছে সেখানকার আশপাশের গ্রামের মানুষের। শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যান বিডিও ও তার টিম। সেখানে গিয়ে গ্রামবাসীদের প্রশ্নের মুখে পড়েন তারা। গ্রামবাসীদের বক্তব্য ছিল – আপনারা দিনে এসেছেন। ভূত আসে রাতে। পাশাপাশি তাঁদের বক্তব্য […]