Rakhi Purnima 2022: হাতিদের রাখি পরিয়ে বন্যপ্রাণ বাঁচানোর বার্তা ডুয়ার্সে

elephant 1

এক অভিনব রাখি উৎসবের সাক্ষী রইল ডুয়ার্স।ডুয়ার্সের রামশাইতে বনদফতরের পিলখানায় কুনকি হাতিদের বিশাল আকৃতির রাখি পরিয়ে উৎসব পালন করা হয়। ডুয়ার্সসহ বিভিন্ন অঞ্চলে প্রায়ই হাতির হানায় অতিষ্ঠ হয়ে ওঠেন বাসিন্দারা। খিদের জ্বালায় খেতের ফসল থেকে গৃহস্থের বাড়িতে তান্ডবের ঘটনাও ঘটে বারবার। হাতির দাঁতের লোভে চোরাশিকারিদের হাতেও মারা যায় বহু হাতি। ফলে হাতি ও মানুষের এই […]