Independence Day 2022: ঘুড়ির ডুডলে ভারতের স্বাধীনতা, কেরলের শিল্পীর অভিনব ভাবনা গুগলে

doodle

গুগল (Google) উদযাপন করছে ভারতের ৭৬তম স্বাধীনতা দিবস। কেরালার শিল্পী নিথীর বানানো ডুডল (Kites Doodle) দিয়েই গুগল পালন করছে ভারতের স্বাধীনতা দিবস। ঘুড়ির সাজে সেজে উঠেছে এই ডুডল। বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তা বহন করে ভারত। গুগল ডুডলে ভারতের মহামিলনকেই যেন ফুটিয়ে তোলা হয়েছে। ডুডলে থাকা রংবেরংয়ের ঘুড়িটি সাজাতে জাতীয় পতাকার তিনটি রংই ব্যবহার করা হয়েছে। […]