Doordarshan: ভোটের মুখে ‘গেরুয়া’ হল দূরদর্শন! নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ মমতার
জাতীয় দূরদর্শনের অন্যতম প্রধান একটি চ্যানেল হল ডিডি নিউজ। ভোটের আবহে সেই চ্যানলের চেহারা বদলে গেল। ডিডি নিউজের লোগোতে লালের বদলে কমলা রং আনা হয়েছে। আর যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ডিডি নিউজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোষ্ট করে জানানো হয়েছে, নতুন রূপে হাজির ডিডি নিউজ। কিন্তু মান থাকবে পুরানো। ক্যাপশানে লেখা হয়েছে, “নতুন একটি […]