Nitish Kumar: মদ নিষিদ্ধ সাফল্য পায়নি, নীতীশের অস্বস্তি বাড়িয়ে দাবি দলীয় নেতার

nitish kumar

বিহারে অপরাধের হার কমাতে ২০১৬ সালে রাজ্যে মদ নিষিদ্ধ(Alcohol) করার সিদ্ধান্ত নিয়েছিল নীতীশ কুমারের সরকার। ছ’বছর পর তাঁরই দলীয় সতীর্থ, জেডি (ইউ)-র সংসদীয় বোর্ডের চেয়ারম্যান উপেন্দ্র কুশওয়াহা দাবি করলেন, এই সিদ্ধান্তে আদৌ সাফল্য মেলেনি। স্বভাবতই, উপেন্দ্রর এই বক্তব্যে অস্বস্তিতে পড়েছে নীতীশ (Nitish Kumar)প্রশাসন। নীতীশের দল (Nitish Kumar) জেডিইউ-র অন্যতম শীর্ষনেতা বলেন, “বিহারে মদ বিক্রি নিষিদ্ধ […]