Durga Puja 2023: রথেই খুঁটিপুজোর সঙ্গে শুরু কাউন্টডাউন, দুর্গাপুজো আর ক’দিন বাকি?
রথযাত্রার দিন থেকেই শুরু হয়ে যায় বাঙালির প্রাণের উত্সব দুর্গাপুজোর প্রস্তুতি। প্রথা মেনে রথের দিনে খুঁটি পুজো করে থাকেন অনেক পুজোর উদ্যোক্তারা। অনেক জায়গায় আবার এদিন থেকেই শুরু হয় প্রতিমার কাঠামোয় মাটি লেপার কাজ। তাই রথের চাকা গড়ালেই বাঙালির মনেও বেজে ওঠে উত্সবের বাদ্যি। পঞ্জিকা অনুসারে আর ঠিক চার মাস পরে দুর্গাপুজো। ২০ জুন রথযাত্রার […]